No icon

আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

মহামারি করোনাভাইরাসে এমনিতেই দিশেহারা বিশ্ব। তার উপর টানা ১২ ঘণ্টার মতো তাণ্ডব চালিয়ে ভারত ও বাংলাদেশে উপকূল লণ্ডভণ্ড করেছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফান।

সুপার সােইক্লোন আম্ফানে ভারতে ৮৪ এবং দেশে ১৮ জনের প্রাণ কেড়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত। ঘরবাড়ি-গাছপালা ভেঙে তছনছ হয়ে গেছে বহু এলাকা। আম্ফান ছিল বঙ্গোপসাগরীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড়। এরপর যে মহাপ্রলয় আসছে তার নাম হবে ‘নিসর্গ’।

ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সঙ্গে ২০১৮ সালে তালিকায় আরও পাঁচটি দেশকে যুক্ত করা হয়েছে। ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী আর ইয়েমেন। এই ১৩টি দেশ এপ্রিলে আসন্ন ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে।

Comment As:

Comment (0)