No icon

বাবরী মসজিদ ইস্যুতে মুসলমানরা ভিক্ষা করতে মামলা করে নাই এআইএমআইএমের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি

"মুসলমান নেতাদের উদ্দেশ্যে বলছি, বাবরী মসজিদ নির্মানের জন্য আদালতের রায়ে প্রাপ্ত ৫ একর জমিকে গ্রহন করবেন না।আমরা আমাদের হকের জন্য লড়াই করছি,কারো দানের জমির জন্য না।
আমরা ভারতের মুসলমানরা গরীব হতে পারি,কিন্তু আমরা এত নিচে নামি নাই যে নিজেদের হক ছেড়ে দিয়ে দানে পাওয়া ৫ একর জমি নিয়ে খুশি থাকবো।
আমরা গরীব হতে পারি,কিন্তু এত গরীব এখনো হয়ে যাই নাই উত্তর প্রদেশে আল্লাহর ঘর তৈরি করবার জন্য জমি ক্রয় করতে পারবো না!
আমরা আমাদের লিগ্যাল হকের জন্য লড়ছি, আমাদের ৫ একর খয়রাতী জমির দরকার নাই।
আমরা আমাদের অর্থ দিয়ে জায়গা কিনে মসজিদ বানাতে পারবো।আজকে আমি যদি মসজিদ নির্মানের জন্য হায়দাবাদের জনগনের কাছে হাতপাতি তাহলে আমার বিশ্বাস মুসলমান জনগন আমার হাতে মসজিদ নির্মানের জন্য যে অর্থ তুলে দিবে তা দিয়ে ৫ একরের চাইতে বড় জায়গায় মসজিদ নির্মান করতে পারবো।
মুসলমানরা ভিক্ষা করতে মামলা করে নাই,মুসলমানরা হকের জন্য আদালতের দুয়ারে গিয়েছিলো,যেখানে তাদের হক কেড়ে নেয়া হয়েছে।
আর এই কথা আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমার আগামীর প্রজন্মের কাছে বলে যাবো,
এই জায়গায় ৫০০ বছর ধরে মসজিদ ছিলো, এবং ১৯৯২ সালের ৬ই ডিসেম্বার এই মসজিদকে বিজিপি এবং কংগ্রেস মিলে শহীদ করেছিলো।আর সুপ্রিম কোর্টের রায়কে কাজে লাগিয়ে আজ সেই মসজিদের জায়গা দখল করে নেয়া হলো।। "

বাবরী মসজিদ ইস্যুতে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের পর এআইএমআইএমের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য।

Comment As:

Comment (0)