No icon

দীর্ঘ সময় সরকারের বাইরে থেকেও প্রমাণ করেছে বিএনপিই জনগণের দল: হাসান সরকার

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নিজেকে মানব সেবায় নিয়োজিত করার মোক্ষম সময় এখন। আল্লাহ্‌র কাছে সম্পদের অভাব নেই, আমরা দিতে জানি না নিতেও জানি না। মানুষের সেবা বড় এবাদত। শুধু এবাদত করে বেহেশতে যাওয়া কঠিন কঠিন এবং কঠিন। মানবসেবা ছাড়া মুক্তি মিলবে না।

মঙ্গলবার সকালে পূবাইল মেট্রো থানা বিএনপির উদ্যোগে মীরের বাজার সাহিদা খাতুন ডিজিটাল হাসপাতালের সামনে বৈশ্বিক মহামারীতে লকডাউনে থাকা গরিব অসহায় কর্মহীন দুস্থ পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান সরকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যাদের কিছুই ছিল না তারাই এখন অনেক ধনী। ভুলে গেলে চলবে না ধনী-গরিব উভয়েই প্রকৃত পক্ষে সাড়ে তিন হাত জমির মালিক।

সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের টাকায় সারাদেশে ত্রাণ দেয়া হচ্ছে। সেই ত্রাণ চুরি করছে আওয়ামী লীগের লোকজন।

বিএনপি জনগণের পাশে আছে জানিয়ে হাসান সরকার বলেন, দীর্ঘ সময় সরকারের বাইরে থেকেও আমরা প্রমাণ করেছি আমরা জনগণের দল । কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছি উপহারসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।

বিএনপির এই নেতা দুঃখ করে বলেন, করোনা মহামারী আল্লাহর গজব। এটা আমাদের নিজেদের অর্জিত কৃতকর্মের ফসল। নিজেদের সংশোধন করে সঠিক পথে ফিরে জনগণের দলে যোগ দিতে হবে।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বলেন, শাসকগোষ্ঠী ভালো করে জানে বিএনপি আপামর জনগণের দল। করোনায় লকডাউনে থাকা কর্মহীন গরিব অসহায় দুস্থদের পাশে বিএনপি থাকতে পারবে না মনে করেছিল আওয়ামী লীগ। কিন্ত সারাদেশে আমাদের নেতাকর্মীরা মামলা-হামলা মাথায় নিয়ে করোনা ঝুঁকির মাঝেও ঈদ উপহার সামগ্রী দুস্থদের হাতে তুলে দিয়ে সন্মূখ যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। বিএনপি সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে।আমরা দেশের এই ক্রান্তিলগ্নে জানান দিতে চাই জনগণের হৃদয়ে ছিলাম আছি এবং থাকব।

পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওসুপ্রিমকোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন সরকার, পূবাইল মেট্রো থানা বিএনপির আহবায়ক মনির হোসেন বকুল, যুগ্ম আহবায়ক আমির হোসেন, যুবদলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব আবুল হোসেন ও যুগ্ম আহবায়ক সোহেল খান প্রমুখ।

Comment As:

Comment (0)