No icon

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশী যুবককে খুন করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় হানাদার বিএসএফ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে গুলি করে এক বাংলাদেশীকে হত্যা করেছে। আজ রোববার সকালে বিষয়টি জানাজানি হয়। কি কারণে তাঁকে গুলি করা হত্যা করা হল তা কেউ বলতে পারছে না। তবে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ।

নিহত বাংলাদেশির মৃতদেহ ভারতের অভ্যন্তরে বিএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
নিহত যুবকের বাড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের। তাঁর নাম ওমেদুল ইসলাম (২২)। তিনি ওই গ্রামের শহিদুল হকের ছেলে।
বিজিবি জানিয়েছে, কি কারণে তাকে বিএসএফ গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Comment As:

Comment (0)