The people’s Newspaper
বীরের পক্ষে দাঁড়ায়, ফেইসবুক প্রোফাইলে বীরের ছবি দিয়ে গণআন্দোলন গড়ে তুলি
Tuesday, 03 Dec 2019 00:00 am
The people’s Newspaper

The people’s Newspaper

আসুন আমরা ফেস বুকে গণ আন্দোলন গড়ে তুলি | তাহলে হয়তো আমরা আমাদের রিয়েল হিরোদের বাঁচাতে পারবো । এই আন্দোলন হবে রিয়েল হিরোর ছবি আমরা সবাই আমাদের প্রোফাইলে দিবো । যখন আমরা সবাই প্রোফাইলে দিবো তখন জাতীয় আন্দোলনে রূপ নিবে ।আমরা আমাদের জাতীয় বীরের পাশে দাঁড়াতে হবে তাদের বিপদের দিনে।দেশপ্রেমিকদের অন্যায় ভাবে বিচার হলে দেশে আর দেশপ্রেমিক খুজে পাওয়া যাবে না।ছোট দেশ নেপাল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারলে আমরা কেন পারবো না । আমাদের হিরোরা কোনো ভুল করে নাই আমরা আছি আমাদের হিরোদের পক্ষে ।আমরা বীরের জাতি । আমাদের বীরেরা হারতে জানেনা ।


সাথে সাথে আমরা বলতে চাই ১৮ কোটি মানুষ আপনাদেরকে ভুলে নাই আপনারা আমাদের বুকে আছেন থাকবেন জাতীয় বীর হয়ে । আপনাদেরকে আমরা ভালোবাসি । আপনারা আমাদের হিরো । দেশের প্রধান সারির কোনো মিডিয়া এই খবর প্রচার করার সাহস পেলো না ।তখন বাধ্য হয়ে প্রচার করবে । ধন্যবাদ নিউস বিডি টুডের পক্ষ থেকে ।