No icon

সত্য এবং অন্যায়ের বিরুদ্ধে শুধু জামাত শিবির প্রতিবাদ করে

জাবিতে এক ঝাঁক #শিবির পাওয়া গেছে।

জাবি ভিসি ফারজানা ইসলামের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ হচ্ছে তিন মাস ধরে। এই আন্দোলন যেহেতু দুর্নীতি বিরোধী, তাই স্বভাবতই এই আন্দোলনের সাথে শিবিরের সংশ্লিষ্টতা খুঁজছে সবাই। ছাত্রলীগের দাবী তারা শিবির খুঁজে পেয়েছে জাবিতে।এর মানে হলো দেশে সত্য এবং অন্যায়ের বিরুদ্ধে শুধু জামাত শিবির প্রতিবাদ করে । আওয়ামীলীগ দেশের মানুষকে বুঝিয়ে দিলো জামাত শিবিরে আছে দেশপ্রেম ! 

অথচ জাবিতে শিবির নিষিদ্ধ করে রেখেছে সন্ত্রাসীরা ২৫ বছর ধরে। এরপর গত দশবছর সারাদেশে শিবির মৌখিকভাবে নিষিদ্ধ। তারপরও সবাই ভালো কাজে ও অন্যায়ের প্রতিবাদে শিবির খুঁজে পায়।

এটাই শিবিরের অর্জন। শিবির মানেই হকের প্রতি আহ্বান, শিবির মানেই অন্যায়ের প্রতিবাদ। এখন আর শিবিরকে আলাদাভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় না। যেই অন্যায়ের প্রতিবাদ করবে সেই শিবির।

Comment As:

Comment (0)